(দিনাজপুর২৪.কম) দিনাজপুরে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫ জন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে প্রকাশ, আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের হাউজিং মোড়ে যাত্রীবাহী মাইক্রোবাস মাল বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমরে মুচরে যায়। মাইক্রোবাস চালক আব্দুর রশিদ (৪০), যাত্রী জুলেখা (১৮), সায়মা (২৮), গোলাম রসুল (২৫) ও রসু (৭) আহত হয়। আহতদের দিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাসটি কোতয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে গত শুক্রবার মধ্যরাতে শহরের মধ্যরাতে সদর উপজেলার ফুলতলা রাস্তায় মাল বোঝাই ট্রাক্টরের উপর থেকে রানা (১৮) নামের এক যুবক চলন্ত ট্রাক্টরের নিচে পড়ে পিষ্ট হয়। তাকে দ্রুত দিমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত রানা সদর উপজেলার ফুলতলা গ্রামের হায়দার আলীর পুত্র। আজ শনিবার দুপুরে নিহত রানার লাশ ময়না তদন্ত শেষে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।