SAMSUNG CAMERA PICTURES

(দিনাজপুর ২৪.কম) দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান বলেছেন, হারিয়া যাওয়া এককালের কাবাডি খেলাকে আবার জনপ্রিয় করতে আমাদের প্রজন্মকে এগিয়ে আসতে হবে। দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন ধরনের প্রশিক্ষনের মাধ্যমে নতুন নতুন খেলোয়ার সৃষ্টি করছে। আমরা চাই পড়াশোনার পাশাপাশি তরুনরা খেলাধুলায় এগিয়ে আসুক। কাবাডি খেলার খেলোয়াড়দের চাকুরীর সংস্থানের সুযোগ রয়েছে।
আজ বৃহস্পতিবার বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুরের আয়োজনে স্পোর্টস ভিলেজ সংলগ্ন কাবাডি মাঠে কাবাডি লীগ-২০১৫এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। এসময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, কাবাডি উপ-কমিটির আহবায়ক মোঃ কামরুজ্জামান, সদস্য সচিব মোঃ মহসিন আলী, মোঃ রহমত আলী, মোঃ আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আনিস হোসেন দুলাল, মোস্তাক আহাম্মেদ ও মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মনোয়ারা সানু। কাবাডি লীগ-২০১৫তে দিনাজপুর জেলার ১৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় দিনাজপুর কাবাডি উন্নয়ন সংস্থা বনাম মহিষকোঠা যুব সংঘ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংস্থার নির্বাহী সদস্য সৈয়দ আজাদুর রহমান বিপু। খেলায় মহিষকোঠা যুব সংঘ জয়লাভ করে।