SAMSUNG CAMERA PICTURES

(দিনাজপুর২৪.কম) “আম জাম কাঁঠাল লিচুতে ভরপুর- জেলা হামার দিনাজপুর” এই আঞ্চলিক প্রবাদ বাক্যের লোভ শুধু দেশের অন্য জেলার মানুষ নয়, বিদেশীদেরও আকৃষ্ট করেছে। তাইতো ঐহিত্যবাহী সু-স্বাদু রসালো মৌসুমী ফল লিচু খেতে এলেন জাপান জাইকা সংগঠনের স্বেচ্ছাসেবী ১৩ জন নারী পুরুষ সদস্য।
আজ বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর এর আমন্ত্রণে জাপান দেশের জাইকা নামক সংগঠনের স্বেচ্ছাসেবী ১৩ জন নারী-পুরুষ সদস্য মৌসুমী রসালো ফল লিচু খেতে সরাসরি চলে এলেন লিচুর বাগানে। নিজ হাতে ছিড়ে লিচু খাওয়ার আনন্দ যে কত মধুর তা সদস্যরা উপলব্ধি করলেন। ১৩ জনের মধ্যে ছিলেন জাপান জাইকা সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্য মিস টমোমি ইওি, মিঃ কনজি তানাকা, মিসেসঃ চিও সুগিয়ামা, মিসঃ রিকো তোদা, মিঃ জানিসি টেটসুজি, মিসঃ কাওয়ান আয়ুমি, মিস ইমানুচিন নজুমি, মিস ইয়ামাচিকা, মিস নিসি কাওরি, মিস মৌসুমী সরকার, মিস জানিসি চিসা ও মিঃ রাহাত খান। এ ব্যাপারে সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় জানান, জাপানীরা বাংলাদেশের সু-স্বাদু মৌসুমী ফলের প্রতি বেশ আকৃষ্ট। তারা এবার শেখপুরার লিচুর বাগানে এসে নিজ হাতে লিচু ছিড়ে খেয়ে তৃপ্তি পেয়েছে।