
জাকিরের পিতা শামসুল মোমিন সাংবাদিকদের জানায়, শুক্রবার আমার ছেলেকে মেয়ে পক্ষ থেকে দেখার জন্য লোক আসার কথা। বড় স্বপ্ন ছিল সংসার বাধার। অন্ধকারে ঢেকে গেল জাকির সহ গোটা পরিবারের স্বপ্ন। গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় একটু ঘুরা ফেরা করার জন্য বাড়ী থেকে বেড় হয়েছিল জাকির। সারারাত বাড়ীতে ফিরেনি। সকাল বেলা খবর পাই আমার ছেলের মৃত দেহ নদীর ওপারে আম গাছের তলায় পরে রয়েছে। পরিকল্পিত ভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবী পরিবারের।
