eid-1 dinajpur24(দিনাজপুর২৪.কম) সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের ১৪টি গ্রামে আজ সোমবার আগাম ঈদ-উল-আজাহা উদযাপিত হয়েছে। দিনাজপুরের শহরের পার্টি সেন্টারে আজ সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ জামায়াতে ইমামতি করেন  শায়েক মতিউর রহমান। প্রায় দু’শতাধিক মুসল্লি নিয়ে অনুষ্ঠিত এ ঈদের জামাত শেষে পশু কোরবানী দেয়া হয়।
অন্যদিকে দিনাজপুরের চিরিরবন্দর ও কাহারোল উপজেলার বেশ কয়েকটি গ্রামে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে ঈদ-উল-আজাহা’র আগাম ঈদের জামাত। যথা রীতি এসব গ্রামে কোররানীর পশু জবাই করাও হয়েছে।