Exif_JPEG_420

মোঃ ওয়াহেদুর রহমান (দিনাজপুর২৪.কম) সোমবার ২ মে বেলা প্রায় ১২ দিনাজপুর প্রধান ডাক ঘর থেকে ছিনতাই করার সময় জনতা কর্তৃক ২ জন আটকের পর পুলিশের সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, জেলার বিরল থানার সারাঙ্গাই পলাশবাড়ী গ্রামের মুজিদুল ও তার স্ত্রী দিনাজপুর প্রধান ডাকঘরে এসে ৮৬ হাজার টাকা উত্তোলন করে বের হওয়ার সময় ২ ছিনতাইকারী পদ গতিরোধ করে টাকার বেগটি কেরে নেয়। এ সময় চিল্লাচিল্লিতে দিনাজপুর প্রধান ডাকঘর অফিসে আসা লোকজন ২ ছিনতাইকারী আটক করে। মুন্সিপাড়া পুলিশ ফাঁড়ি এটি,এস,আই মোঃ এনামুল হক প্রধান ডাকঘর অফিস এলাকায় যাওয়ার সময় খবর পেয়ে ছিনতাইকারীদের আটক করে। ছিনতাইকৃত আসামীরা হলো- বাগেরহাট জেলার মংলা থানার জয়বাংলা গ্রামের মোসলেমের পুত্র খালেক (৪৩) ও একই গ্রামের মৃত শাহজাহান আলীর পুত্র সাজ্জাদ (৫৫)। তৎপর বেতার যন্ত্রের মাধ্যমে মোবাইল- ১ অফিসার এস.আই. সবুরকে ডেকে বাদী ও আসামীদের বুঝিয়ে দেয়।