(দিনাজপুর২৪.কম) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কলেজছাত্রী অভিরাণী রায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। অভিরাণী উপজেলার লেহেম্বা গ্রামের অনুকুল রায়ের মেয়ে। পারিবারিক সুত্র জানায়, এইচএসসি পাশ করে উচ্চ শিক্ষা অর্জনের উদ্দেশ্যে ঢাকায় কোচিং করতে যান অভিরাণী। সেখানেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হ তিনি। ৪ আগস্ট জ্বর নিয়ে বাড়িতে আসেন। পরদিন ৫ আগস্ট তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মেডিসিনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. তোজাম্মেল হক জানান, শুক্রবার দুপুরের পর ওই ছাত্রীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কতর্ব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। কিন্তু নেয়ার পথে দিনাজপুরের দশমাইল নামক স্থানে মেয়েটির শারীরিক অবস্থা আরও অবনতি হয়। এই অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তত্বাবধায়ক ডা. প্রভাষ কুমার দাশ বিষয়টির নিশ্চিত করেছেন।