(দিনাজপুর২৪.কম) করোনাভাইরাসের আতঙ্কে গোটা বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। ভারত সরকারও গত কয়েকদিন ধরে লকডাউন করে রেখেছে দেশ। এদিকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজের পরিবারের সঙ্গে তার মানালির বাড়িতে গৃহবন্দি রয়েছেন। সেখান থেকেই ভক্তদের জন্য ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার ফ্যানক্লাবের তরফে পোস্ট করা হয়েছে নায়িকার ভিডিও। নবরাত্রি থেকে যোগা, সবেতেই মন রয়েছে কঙ্গনার। আর এতেই তিনি শক্তি পান।
কিন্তু কঙ্গনার দিদি রঙ্গোলি চান্ডেলের দাবি, বোন এত বড় অভিনেত্রী হয়েও আজ পর্যন্ত কোনোদিন বিউটি পার্লারে যাননি।
সেই সময় তিনি ড্রাগ অ্যাডিক্ট ছিলেন বলেও স্বীকার করেছেন। এমন ভিডিও শেয়ারের পর ভক্তদের নানা রকম মন্তব্য পাওয়া গেছে। কেউ কেউ বলছেন, কঙ্গনা সাহসী বলেই এমন সত্যি কথা বলতে পেরেছেন। বলিউডে আর কোনো নায়িকা এমন সত্যি বলার সাহস রাখেন না! আবার অনেকে সমালোচনা করে বলেছেন, কঙ্গনা যে ড্রাগ অ্যাডিক্ট এটা সবাই জানে, নতুন করে বলার কি আছে! অনেকে বলেছেন, কঙ্গনা খুব অহংকার করেই অ্যাডিকশনের কথা বলছেন, যেন এটি খুব গর্বের বিষয়। তবে এসব আলোচনা-সমালোচনার কোনো জবাব এখনো দেননি কঙ্গনা। -ডেস্ক