dscf0458মিলন রায় (দিনাজপুর২৪.কম) ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার কোঁচল ও চাঁপাসার এবং ভারতের নাড়গাঁও ও মাকার হাট সীমান্তে তাঁর কাটার এপার- ওপারে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে দুই বাংলার লাখ মানুষের উপস্থিতি যেন এক মিলন মেলায় পরিনত হয়েছিল। বর্ষ পঞ্জিকা অনুযায়ী হিন্দু সম্প্রদায় প্রতি বছর শ্রী শ্রী জামর কালির জিউ (পাথর কালী) পূজা উপলক্ষ্যে মেলা উদযাপন করে থাকে। প্রতি বছরের ন্যায় এবারেও গতকাল সকাল থেকে দু,দেশের স্বজনরা সীমান্তে সমবেত হতে থাকে। স্বজনদের সাথে দেখা ও কথা বলার জন্য সকাল থেকে সীমান্তে এপার- ওপারে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় দু,দেশের হাজার হাজার মানুষকে। স্বজনদের দেখা ও কথা হয় একে অপরের সঙ্গে এবং আদান –প্রদান হয় নানা রকম খাদ্য ও পণ্যসমাগ্রী। সীমান্তে দু, দেশের স্বজনদের উপস্থিতি যেন এক মিলন মেলায় পরিনিত হয়েছিল।