(দিনাজপুর২৪.কম) লিউড অভিনেত্রী দিশা পাটানি। ইন্টারনেট সেনসেশনও তিনি। তার এক একটা পোস্টে প্রায় লাখ খানেক লাইকস আর অগনিত কমেন্টস। আট থেকে আশি সকলেই দিশা-ভক্ত। হঠাৎ এই ভক্তি বদলে গেল ট্রোলে। দিশার একটি ইনস্টাগ্রাম পোস্ট। যার ক্যাপশন নিয়েই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তাকে কপি পেস্ট করার জন্যও দোষারোপ করা হচ্ছে।
এমনকি দিশার বুদ্ধি নিয়েও প্রশ্ন উঠছে। পোস্টটি ট্রোলে ভরে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে ডিলিট করে ফেলেছেন নায়িকা। ডিলিট করা পোস্টটির ভিডিওর ক্যাপশনে যা লেখা ছিল সেটাই হল ট্রোলিংযয়ের কারণ। ভিডিওটি যেহেতু একটি অ্যাডের ছিল সেই কারণে ক্যাপশনটি সেই অ্যাড সংস্থাই লিখে দিয়েছিল দিশাকে। সেটাকেই কপি পেস্ট করার কথা ছিল। কিন্তু আসল ক্যপশনটির আগে সেই সংস্থা লিখেছিল যে তারা ফাইনাল ভিডিওটি দিশাকে মেইল করে দেবেন। সংস্থার পাঠানো মেসেজটির এই লেখাগুলোও ভুল করে কপি পেস্ট করে নিজের ক্যাপশনে দিয়ে ফেলেছিলেন দিশা। যার পর থেকেই শুরু হয়েছে ট্রোলিং পর্ব। এমন ভুল কারও হয় কী করে? যদি হয়ও দিশার পি আর টিমের অন্তত চোখে পড়া উচিত ছিল। এই ধরনের মন্তব্য ছাডাও দিশার বোধ বুদ্ধি নিয়ে নানা কথা উঠেছে। দিশা যতক্ষণে ভুল লেখাটি দেখে পোস্টটি মুছেছেন ততক্ষণে পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। -ডেস্ক