tram-dinajpur24(দিনাজপুর২৪.কম) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘মুসলিমদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার’ বিরুদ্ধে ৪০ হাজার মানুষ বিক্ষোভ করেছে লন্ডনের রাজপথে। এতে তারা বলেন, অবশ্যই ঘৃণা ও ক্ষোভ ছড়িয়ে সফল হবেন না ট্রাম্প। তারা সমস্বরে উচ্চারণ করলেন আমাদেরকে থামিয়ে রাখা যাবে না। আমাদের কণ্ঠকে রোধ করা যাবে না। লন্ডনে বিক্ষোভকারীরা সমবেত হন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে। সেখান থেকে তারা মিছিল সহ এগিয়ে যান ১০ ডাউনিং স্ট্রিটে। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল নানা রকম প্লাকার্ড। তাতে নানা রকম স্লোগান। শরণার্থীদের প্রতি তাতে জানানো হয় সংহতি। ইসলাম বিরোধিতার করা হয় তীব্র সমালোচনা। এ খবর দিয়েছে লন্ডডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। একই রকম বিক্ষোভ হয়েছে, হচ্ছে যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশে। -ডেস্ক