(দিনাজপুর২৪.কম) টিকা নেওয়ার তিন সপ্তাহ পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল।
কোভিড আক্রান্ত হওয়ার খবর শুক্রবার রাতে নিজেই টুইট করে জানিয়েছেন।
পরেশ বলেন, দুর্ভাগ্যবশত কোভিডে আক্রান্ত হয়েছি। গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের অনুরোধ করছি, কোভিডের পরীক্ষা করিয়ে নিন।
গত ৯ মার্চ করোনার টিকা নেন লোকসভার সাবেক এ বিজেপি সাংসদ। টিকা নেওয়ার একটি ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। দেশের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মতো কোভিড যোদ্ধাদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছিলেন সেই পোস্টে।
কিন্তু শুক্রবার রাতে জানা গেল, বর্ষীয়ান এ অভিনেতা করোনার কবলে। -ডেস্ক
Unfortunately, I have tested positive for COVID-19. All those that have come in contact with me in the last 10 days are requested to please get themselves tested.
— Paresh Rawal (@SirPareshRawal) March 26, 2021