
(দিনাজপুর২৪.কম) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসুফ আলী জানান, বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত পল্টন ও কোতোয়ালির দুটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে ৫২ লাখ টাকার জাল নোট এবং নোট জাল করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা বললেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় তিনি জানাতে পারেননি।
প্রতি বছরই দুই ঈদ সামনে রেখে কেনাকাটার মৌসুমে নোট জালিয়াত চক্রের তৎপরতা বাড়ে। এ কারণে কোরবানির ঈদ সামনে রেখে এ বিষয়ে নজরদারি জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গত এক মাসে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ বেশ কয়েকজন পুলিশের হাতে ধরা পড়েছে।
কোরবানির পশুর হাটে বিপুল অংকের টাকা লেনদেনের সুযোগে কেউ যাতে জাল নোট বাজারে ছাড়তে না পারে, সেজন্য এবারও হাটে হাটে জালনোট শনাক্তকারী মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।-ডেস্ক