
বুধবার রাত পৌনে ৭টার দিকে তাদের গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব থানার উল্টরপাড়া রাজনগরের (শিমুলকান্দি) গ্রামের কুদ্দুস আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৩৫) ও একই থানার বাইলারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. চাঁন মিয়া (৪০)।
র্যাব জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে চান্দনা চৌরাস্তা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে একটি চক্র। ওই সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৭টার দিকে র্যাবের স্পেশালাইজ কোম্পানী গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কো¤পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে দুই আসামিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজা ও গাজা বিক্রির নগদ ৪৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে- তারা দীর্ঘদিন যাবৎ ভৈরব ও আশুগঞ্জ হতে গাজাঁ এনে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। -ডেস্ক