obaydul-kader-dinajpur24(দিনাজপুর২৪.কম) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের সাথে জঙ্গিবাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যারা গণতন্ত্রের সাথে উগ্রবাদ ও জঙ্গীবাদের সংযোগ আবিস্কার করছেন, এটা তাদের ভুল ধারণা। ওবায়দুল কাদের আজ মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা ও কবিরহাট পৌরসভা মেয়র জহিরুল হক রায়হানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি নাশকতা করে আন্দোলনে ব্যর্থ হয়ে প্রেসব্রিফিং নির্ভর রাজনীতি করছে উল্লেখ করে কাদের বলেন, বিএনপির অবস্থা সাংগঠনিক ভাবে ভালো নেই। তাই তারা প্রেস্েব্রফিং ছাড়া আর কিছুই জানে না।
আওয়ামী লীগকে সাংগঠনিক দিক থেকে খুবই শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের আগামী সম্মেলনে ঐতিহ্য ও প্রযুক্তি এবং নবীন-প্রবীণের সমম্বয়ে সুগঠিত করা হবে। আওযামী লীগ গণতান্ত্রিক পস্থায় বিশ্বাসী। আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রের চর্চা করে। – ডেস্ক