saonakhi

saonakhi(দিনাজপুর২৪.কম)বিভিন্ন ছবিতে নানান ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে সোনাক্ষি সিনহাকে। প্রতিটি ছবিতেই নিজেকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করে দর্শক হৃদয়ও জয় করেছেন তিনি। তবে নিজের নতুন ইচ্ছার কথা সম্প্রতি জানালেন এ তারকা। তিনি খেলাধুলার উপর তৈরি ছবিতে কাজ করতে চান। হ্যাঁ, খেলাধুলা ভীষণ প্রিয় সোনাক্ষির। ছোটবেলা থেকেই বিভিন্ন খেলায় অংশ নিতেন তিনি। সোনাক্ষির কথায়,  স্কুল-কলেজে পড়ার সময় আমি অনেক খেলাধুলা করতাম। ভলিবল, বাস্কেটবল, সুইমিং সবকিছুতেই যোগ দিতাম। তাই স্পোর্টস ছবিতে কাজ করার সুযোগ পেলে খুব ভাল লাগবে। বাস্তবে অনেক খেলেছি, এবার চলচ্চিত্রেও খেলে দেখতে চাই! যদিও সময়ের অভাবে এখন আর আগের মতো খেলাধুলা করতে পারেন না বলে আক্ষেপ করেন সোনাক্ষি। তবে তিনি নাকি টেনিস এবং ভলিবল খেলাটা আবার শুরু করার চেষ্টা করছেন। পরবর্তী ছবি ‘আকিরা’য় তাকে অ্যাকশন নায়িকা হিসেবে দেখা যাবে। আপাতত সেই ছবির প্রচার নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা।