kairina-dinajpur24(দিনাজপুর২৪.কম) বলিউড তারকা কারিনা কাপুর খান মা হয়েছে ২০শে ডিসেম্বর। বিষয়টি এখন বি-টাউনের সবচেয়ে আলোচনায় এসেছে। সবাই মেতেছেন নতুন নবাবের আগমনের খবরে। শুধু তাই নয়, সহকর্মী-ভক্তমহল সবাই টুইটার সহ সব সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন প্রথমবার মা-বাবা হওয়া সাইফ-কারিনাকে। সে ধারাবাহিকতায় পর্নতারকার তকমা ছেড়ে বলিউডে আসা অভিনেত্রী সানি লিওনও শুভেচ্ছা পাঠাতে ভুল করেননি। টুইটারের এক বিশেষ বার্তায় তিনি বলেছেন, প্রথম সন্তানের মা-বাবা হয়ে সাইফ-কারিনা তাদের নতুন অধ্যায় শুরু করেছেন। তাদের এই নবযাত্রায় আমি ভীষন খুশি। সে সঙ্গে অনেক শুভ কামনা রইলো দুজনের জন্য। আশা করছি নতুন নবাবকে নিয়ে তাদের জীবন আরো সুখী হয়ে উঠবে। -ডেস্ক