(দিনাজপুর২৪.কম) রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রী কমিটি সদস্য শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র্যাব-২।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শফিকুল আলমকে র্যাব হেফাজতে নেওয়া হয়। এর আগে বিকাল থেকে র্যাব সদস্যরা ওই ক্লাবটি ঘিরে রেখেছে।
র্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাত থেকে রাজধানীর ক্লাব ও ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে ইতোমধ্যে একাধিক যুবলীগ নেতা খালেদ আহমেদ গ্রেপ্তার হয়ে ৭ দিনের রিমান্ডে রয়েছেন। -ডেস্ক