sahid-dinajpur24(দিনাজপুর২৪.কম) বাবা হলেন শাহিদ কাপুর। মুম্বাইয়ের একটি হাসপাতালে শুক্রবার রাত ৮টা নাগাদ কন্যার জন্ম দেন শাহিদের স্ত্রী মীরা রাজপুত।  মা এবং মেয়ে দু’জনেই ভাল আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বাবা হওয়ার খবর শাহিদই টুইট করে জানান। শুক্রবার রাত ন’টা নাগাদ শাহিদের টুইট, ‘ও এসে গেল! আনন্দ প্রকাশের ভাষা নেই। আপনাদের সকলকে শুভেচ্ছার জন্য ধন্যবাদ’।
 ২৪ আগস্ট মীরাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেদিন থেকেই স্ত্রীয়ের সঙ্গেই ছিলেন অভিনেতা। -ডেস্ক