kangana-dinajpur24(দিনাজপুর২৪.কম) অভিনয় করতে গিয়ে অনেক পরিস্থিতির শিকার হতে হয় শিল্পীদের। আর সেটা বিশেষ করে চরিত্র রূপদানের ক্ষেত্রে বেশি ঘটে। তাই অভিনয়ে আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই। এমনই অবস্থা এখন বলিউড কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতের। সংবাদমাধ্যমে তিনি বলেন, সত্যি কথা বলতে, এই পেশার কিছুই আমার ভালো লাগে না। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক অদ্ভুত লোকের সঙ্গে দেখা হয়ে যায়, যা খুব বিরক্তিকর। চরিত্রের প্রয়োজনে অনেক খারাপ পরিস্থিতিরও সম্মুখীন হতে হয়েছে। সহশিল্পীদের সঙ্গেও দারুণ বন্ধুত্ব সাধারণত হয় না কঙ্গনার। কাজ করতে গিয়ে অনেক সময়ই বাস্তব থেকে সরে এসে কল্পনাপ্রবণ হতে হয়। সেটাও তার পছন্দ নয়। শুধুমাত্র রোজগার করার জন্যই পছন্দ না হওয়া সত্ত্বেও এই কাজ করে যেতে হয় বলে জানান কঙ্গনা। তিনি এ-ও জানিয়েছেন, ‘কাট্টি বাট্টি’তে ক্যানসার রোগীর চরিত্রে অভিনয় করতে গিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ওই ছবির পর থেকে নায়িকা স্বাস্থ্যের যতœ নেওয়ার ব্যাপারে সচেতন হয়েছেন। এতকিছুর সঙ্গে আবার ছিল হৃতিক রোশনের সঙ্গে তার আইনি ঝামেলা। দীর্ঘদিন ধরে কাদা ছোড়াছুড়ির পর সম্প্রতি যার সুরাহা হয়েছে। -ডেস্ক