[images cols=”five”]
[image link=”#” image=”11692″]
[/images] (দিনাজপুর২৪.কম)
ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অানুশকা শর্মার বিচ্ছেদ হয়ে গেছে বলে গণমাধ্যমের খবরে বেশ জোরেশোরেই দাবি করা হয়েছে। তাদের কথিত সর্ম্পচ্ছেদ নিয়ে অনেক লেখাও হয়েছে। খবরে এমনও দাবি করা হয়েছে যে, কোহলি নাকি সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টাও করেছেন। তবে এক্ষেত্রে আনুশকা নাকি তার না ফেরার সিদ্ধান্তে অনড়। সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জনের মাঝেও দুজনের ভক্তরা কিন্তু তাদের পুর্নমিলন দেখার আশায় ছিলেন। সেসব ভক্তদের জন্য সুখবরই বটে!

সম্পর্ক ভাঙার সব গুজবকে মাটি দিয়ে ফের একত্রিত হয়েছেন বিরাট ও অানুশকা। আইপিএলের চলমান নবম আসরে গত ১৪ মে এক ম্যাচে গুজরাট লায়ন্সকে ১৪৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। আর এ জয় উদযাপন করতেই এক পার্টিতে একত্রিত হয়েছিলেন এ দুজন। সেখানে দুজনকে বেশ হাসিমুখে আনন্দ করতে ও সুখি দেখাচ্ছিল। এর মধ্য দিয়ে আনুশকা ও বিরাটের মধ্যকার দূরত্বের গুঞ্জনের অবসান হয়েছে বলেই মনে করা হচ্ছে। সেইসঙ্গে ‘বয়ফ্রেন্ড’কে অনুপ্রেরণা দিতে অানুশকাকে শিগগিরই অাইপিএলের ম্যাচে মাঠে দেখা যাবে বলে আশা তাদের ভক্ত ও অনুরাগীদের। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের- ডেস্ক