Shuvo-rituporna
Shuvo-rituporna
Shuvo-rituporna
Shuvo-rituporna

(দিনাজপুর২৪.কম) আরিফিন শুভ এ প্রজন্মের জনপ্রিয় মুখ। আর অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জনপ্রিয় অভিনেত্রী। কলকাতার পাশাপাশি বাংলাদেশের ছবিতেও তিনি অভিনয় করেছেন। খুব শিগগিরই তার অভিনীত ‘পটাদার কীর্তি’ নামে নতুন একটি ছবি মুক্তি পাবে। এ উপলক্ষে গত ২০শে আগস্ট কলকাতায় হয়ে গেল ছবিটির অডিও প্রকাশনা উৎসব। এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হন আরিফিন শুভ। এ প্রসঙ্গে শুভ মুঠোফোনে বলেন, এই অনুষ্ঠানে আমাদের আরেক জনপ্রিয় মুখ ফেরদৌস ভাইও উপস্থিত ছিলেন। ঋতু দিদি আর ফেরদৌস ভাই তো খুবই ভালো বন্ধু। দুজনে একসঙ্গে অনেক কাজ করেছেন। দিদির এই ছবিতেও অতিথি চরিত্রে আছেন তিনি। আর বেশ ভালো একটা আড্ডা হয়েছে সেই সন্ধ্যায়। দিদির কাছ থেকে এই অনুষ্ঠানের দাওয়াত পাওয়াটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়। কলকাতার হিন্দুস্তান হোটেলে এ আয়োজন করা হয়েছিল। আর এ নিমন্ত্রণপত্র বিশেষভাবে দেওয়া হয়েছিল বাংলাদেশের দুই চিত্রনায়ক ফেরদৌস ও আরিফিন শুভকে। জানা গেল, ফেরদৌস ও শুভ- দুজনই এখন কলকাতায় অবস্থান করছেন। দুই বাংলার নায়ক ফেরদৌস ঢাকার ছবিতে অনিয়মিত হলেও কলকাতার ছবিতে এখনও নিয়মিত কাজ করছেন। অপরদিকে ‘প্রেমী ও প্রেমী’ ছবির কাজে ১৭ই আগস্ট থেকে ভারতে রয়েছেন আরিফিন শুভ। খুব শিগগিরই কাজ শেষ করে দেশে ফিরবেন তিনি। শুভ ও মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিরও কিছু কাজ বাকি আছে শুভর। এ ছবিটি পরিচালনা করছেন দীপংকর দীপন। ঢাকায় ফিরে সেটার কাজে সময় দেবেন শুভ।