hafez-dinajpur24(দিনাজপুর২৪.কম) ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সফর থেকে ছিটকে গেলেন মোহাম্মদ হাফিজ। লর্ডসে ইংলিংশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে এমন দুঃসংবাদ শোনেন হাফিজ। তার পরিবর্তে পাকিস্তান দলে ঢুকছেন দীর্ঘাকায় পেসার মোহাম্মদ ইরফান।

পেশীতে গুরুতর চোট পাওয়ায় পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি তিনটিতে খেলতে পারছেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। একইসঙ্গে ৭ সেপ্টেম্বর সফরের একমাত্র টি-টোয়েন্টিতেও বাদ পড়লেন তিনি।

শনিবার দ্বিতীয় ওয়ানডেতে ডানহাতি হাফিজকে মূল একাদশেই নেওয়া হয়নি। তবে ইংলিশ সফরে সময়টাও মোটেও ভালো যাচ্ছিল না তার। চার ম্যাচ টেস্টে প্রথম তিনটিতে খেলে তিনি মাত্র ১০২ ‍রান করেছেন। পরবর্তীতে তাকে চতুর্থ ম্যাচে বসিয়ে রাখা হয়। আর পাকিস্তানের প্রথম ওয়ানডেতে তিনি ১৫ বলে ১১ রান করেছিলেন। সিরিজে ২-০তে এগিয়ে ইংলিশরা। -ডেস্ক