as-dinajpur24(দিনাজপুর২৪.কম) দীর্ঘদিন পর পর্দায় ফিরে সবাইকে তাক লাগিয়েছেন ঐশ্বরিয়া রাই। ছবি হিট না হলেও তিনি আলোচনার বাইরে ছিলেন না। ব্যবসায়িক সাফল্য যেটা বাকি ছিল সেটাও এসেছে ‌সর্বশেষ ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর হাত ধরে। ছবিতে নিজের চেয়ে কম বয়সী অভিনেতার সঙ্গে বিতর্কিত অভিনয় দিয়ে ঐশ্বরিয়া সবাইকে বিস্মিত করেছেন।

নামটা যেহেতু ঐশ্বরিয়া রাই, তাই তার কাজের পরতে বিস্ময় তো থাকবেই। গুঞ্জন ওঠেছে, শাহরুখের সঙ্গে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি নির্মাণ করছেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-ছবিতে ঐশ্বরিয়ার স্বামীর চরিত্রে দেখা গেছে শাহরুখকে। তবে সেটা খুব অল্প সময়ের জন্য। তবে নতুন এ ছবিটির মূল চরিত্রেই থাকছেন শাহরুখ-ঐশ্বরিয়া।

এ নিয়ে জিজ্ঞাসা করা হলে অ্যাশ বলেন, এর সবই গুঞ্জন। আমি এখনো চিত্রনাট্য পড়ছি। সময় হলেই সবাই জানতে পারবে। আমি সবাইকে বিস্মিত করতে চাই।  -ডেস্ক