salman_lulia-dinajpur24(দিনাজপুর২৪.কম) ‘সালমান আমার বন্ধু। বন্ধু মানে শুধুই বন্ধু। এর বাইরে আর কিছু নয়’। বক্তব্যটি কোনো তারকার নয়। রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্টুরের। এতদিন সালমান ও তাকে নিয়ে বলিউড এমনকি সর্বত্র নানান গুঞ্জন ছড়িয়েছে। তবে মিডিয়ার মুখোমুখি হয়ে বজরঙ্গী ভাইজান একাই সামলেছেন। অবশ্য তাতেও যেন জল্পনার অবসান হচ্ছে না। সালমান-লুলিয়ার নিত্য নতুন সব কর্মকাণ্ড একের পর এক থার্ড পেজের শিরোনাম হতে থাকে। অনেক হয়েছে, আর নয়। এবার কিছু বলা উচিত। হয়তো এমন ভাবনা থেকে নিজেই মিডিয়ায় মুখ খুলেছেন সালমানের কথিত প্রেমিকা লুলিয়া। গত কয়েক মাসে কখনও মুম্বইয়ের রেস্তোরাঁয় লুকিয়ে ডিনার করতে গিয়েছেন তারা। কখনও বা লুলিয়াকে সঙ্গে নিয়ে তিব্বতি ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করতে গিয়েছেন ভাইজান। আবার কখনো শুটিং সেটে নিয়ে গিয়ে হাজির। সে কারণেই লুলিয়া-সালমানের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছে বি-টাউনে। কিন্তু এ সম্পর্কের জেরে ‘খান’ বাংলোটাও স্থায়ীভাবে ছেড়ে দিয়েছেন লুলিয়া নাকি পাকাপাকি ভাবে থাকছেন না রোমানিয়ান এ সুন্দরী।  সম্প্রতি এক সাক্ষাৎকারে সুলতান তারকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে লুলিয়া বলেন, আমরা বন্ধু। বন্ধু মানে শুধুই বন্ধু। আলাদা করে কোনও ভালবাসার সম্পর্ক নেই আমাদের। আমরা খুব ভাল সময় কাটাই। সব কিছু খুব সময় মতো হয়েছে। আগেও নয়, পরেও নয়। বাকি যে সব খবর ছড়িয়েছে তার কোনও ভিত্তি নেই। -ডেস্ক