
এখন বাবা-মায়ের জন্য হায়দরাবাদ শহরে একটা ভালো বাড়ি কেনার স্বপ্ন দেখতেই পারেন মহম্মদ সিরাজ। আর স্বপ্ন দেখবেন নাই বা কেন? ভারতের এই পেসারকে ২.৬ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ভারতের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স সিরাজের আইপিএলের দরজা খুলে দিয়েছে।
আবেগপ্রবণ হয়ে সিরাজ বললেন, ‘ক্রিকেট খেলে প্রথমবার রোজগারের কথা আজ খুব মনে পড়ছে। একটা ক্লাবের ম্যাচ ছিল। আর আমার মামা দলের অধিনায়ক ছিলেন। ওই ম্যাচে ২০ রান দিয়ে আমি ৯টি উইকেট তুলে নিয়েছিলাম। মামা খুশি হয়ে আমাকে ৫০০ টাকা উপহার দিয়েছিলেন। এটা আমার কাছে এক স্মরণীয় মুহূর্ত হয়ে আছে। আজ যখন আমার দাম ২.৬ কোটি টাকা উঠেছে, তখন কিছু বলার মতো অবস্থায় আমি আর ছিলাম না৷ এতটা আশা করিনি।’
পরিবারের কথা বলতে গিয়ে সিরাজ বলেন, ‘আমার বাবা প্রচুর পরিশ্রম করেছেন। এত বছর ধরে তিনি অটো চালিয়ে সংসার চালিয়েছেন। কোনওদিন আর্থিক চাপ আমার কিংবা দাদার উপর আসতে দেননি। বল করার জন্য যে বুট লাগে, তার অনেক দাম। কিন্তু, তিনি হাসিমুখে আমার জন্য এনে দিয়েছেন। এবার আমি ওদের জন্য একটা ভালো বাড়ি কিনতে চাই।’ -ডেস্ক