(দিনাজপুর২৪.কম) পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে দুর্দান্ত জয় তুলো নিলো অজিরা। আগে ব্যাট করে অজিদের দেয়া ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৬ রান করতে সক্ষম হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ (৫৩) রান করেন ইমাম-উল হক।
বিশ্বকাপের ১৭তম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি (১০৭) ও অ্যারন ফিঞ্চের (৮২) রানের ওপর ভর করে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে অজিরা।
জয়ের হিসেব-নিকেশের চিন্তা কষেই বুধবার টন্টনের কাউন্টি গ্রাউন্ডে মাঠে নামে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। কিন্তু শেষ হাসিতো দুই দল হাসার সুযোগ নেই। হাসবে একদল। আর তা হেসেছে অজিরা। দুই দলের হাইভোল্টেজ ম্যাচে ফেবারিট ছিল না কোনো দলই। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। বিশ্বকাপে দু’দলের চতুর্থ ম্যাচ এটি।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ছিল অজিদের দুর্দান্ত। ওপেনিং জুটিতে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ মিলে তোলেন ২২ ওভারে ১৪৬ রান। তখন খেলায় চার শ’ রানের আভাস দিচ্ছিলো অজিরা। কিন্তু প্রথম দিকে ভালো সূচনা করলেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা আর সম্ভব হয়নি। নিজের দ্বিতীয় স্পেল ও খেলার ২৩তম ওভার করতে এসে প্রথম বলেই মোহাম্মদ হাফেজের ক্যাচ বানিয়ে ফিঞ্চকে তুলে নেন মোহাম্মদ আমির। ফিঞ্চের ব্যাট থেকে ৬ চার ও ৪ ছয়ের সাহায্যে আসে ৮৪ বলে ৮২ রান। ওয়ানডাউনে ব্যাট করতে নেমে স্টিভেন স্মিথকে ব্যক্তিগত ১০ রানে ফেরান অপস্পিনার মোহাম্মদ হাফিজ। তখন দলের রান ২৮.৪ ওভারে ১৮৯ রান। তখনও রানের চাকা সচল ছিলো। ঝড় তোলার জন্য নির্দিষ্ট পজিশন থেকে আগে ব্যাট করতে নামানো হয় গ্লেন ম্যাক্সওয়েলকে। ঝড় তোলার আভাস দিয়েই শুরু করেন ম্যাক্সওয়েল। কিন্তু ১০ বলে ২০ রান বিশ্বকাপে শাহীন আফ্রিদির প্রথম শিকার হয়ে ফেরেন ম্যাক্সি। তবে একপ্রান্ত আগলে ধরে খেলেতে থাকা ওপেনার ডেভিড ওয়ার্নার তুলে নেন বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। ১১১ বলে ১১ চার ও এক ছয়ে ১০৭ রান করে শাহীন আফ্রিদির বলে ইমাম উল হকের তালুবন্দি হয়ে ফেরেন তিনি। শেষদিকে শন মার্শের ২৩, ওসমান খাজার ২০ ও অ্যালেক্স কেরির ২০ রানের সুবাধে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান করতে সক্ষম হয় অজিরা।
পাকিস্তানী বোলারদের মধ্যে মোহাম্মদ আমির ৫টি, শাহীন আফ্রিদি ২টি, ওয়াহাব রিয়াজ, হাসান আলি ও মোহাম্মদ হাফিজ একটি করে উইকেট শিকার করেন্।
অস্ট্রেলিয় বোলারদের মধ্যে পেট কমিন্স ৩টি, মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসন ২টি, কোল্টার নেইল এবং অ্যারন ফিঞ্চ একটি করে উইকেট শিকার করেন।
১০৭ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।-ডেস্ক