(দিনাজপুর২৪.কম) দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল ওপার বাংলার নির্মাতা সূজিত মুখার্জীর সাথে প্রেম চলছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। কিন্তু এবার সকল গুঞ্জনকে পেছনে ফেলে বিয়ে করতে যাচ্ছেন দুই বাংলার এই জনপ্রিয় দুই তারকা।
সোমবার দুপুরে এমন খবরই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। প্রকাশিত খবরে জানা যায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৃজিত-মিথিলা। শুধু তাই নয়, তাদের বিয়ের সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে ২২ ফেব্রুয়ারি।
মিথিলা বর্তমানে দিল্লিতে রয়েছেন। সেখানে দ্য ওবেরয়ে সাউথ এশিয়া সেফটি সামিট আয়োজন করেছে ফেসবুক। সাইবার জগৎকে নারী আর শিশুদের জন্য কীভাবে নিরাপদ করা যায়, এখানে তা নিয়ে আলোচনা হচ্ছে। ব্র্যাকে আরলি চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভাগের প্রধান মিথিলা। এই সম্মেলনে তিনি ব্র্যাকের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন।
আজ বৃহস্পতিবার একটি দেশীয় গণমাধ্যমে সৃজিত মুখার্জির সঙ্গে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেন মিথিলা। তিনি জানান, ‘কোনো একটা সম্পর্ক তো অবশ্যই আছে। এটা সারপ্রাইজ থাকুক। শেষ পর্যন্ত আমাদের সম্পর্ক কোথায় গড়াবে, তা সময় বলে দেবে।’
সারপ্রাইজটা কেমন হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিয়ে হতে পারে, না–ও হতে পারে। বিয়ে হলে জানতে পারবেন, না হলেও জানতে পারবেন।’
তিনি আরও বলেন, পুরো ব্যাপারটি আমাদের একান্ত ব্যক্তিগত। আমরা ব্যাপারটিকে ব্যক্তিগত রাখতে চাই। প্রাইভেসি বলে তো একটা শব্দ আছে। আমি এসব নিয়ে বলতে পছন্দ করি না। আমার আরও অনেক কাজ আছে। আর এসব কেন জনসমক্ষে বলতে হবে? যদি খুব প্রয়োজন হয়, তাহলে আমার পরিবার আর কাছের মানুষদের সঙ্গে শেয়ার করব।’
অন্যদিকে সৃজিত মুখার্জি বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, ‘এখনই বিয়ের দিন নিশ্চিত করতে পারছি না। তবে শীতকালেই বিয়ে করার ইচ্ছা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময়টাই বিয়ের জন্য আমার পছন্দ। কারণ, এ সময় ছবির কাজ কম থাকে। প্রপার ভেন্যু না পেলে বিয়ের দিন পিছিয়েও যেতে পারে। তা হলে বিয়ে করার পরবর্তী সুযোগ হবে জুন মাসে। কারণ, ছবির কাজে ব্যস্ত আছি।’
‘ডেস্টিনেশন ম্যারেজও করতে পারি। কারণ সবাইকে আমন্ত্রণ জানাতে হবে, এমনটা তো নয়।’ এমনটাও জানিয়েছিলেন সৃজিত মূখার্জি। -ডেস্ক