akshay-dinajpur24(দিনাজপুর২৪.কম) সময়টা বেশ ভালোই যাচ্ছে বলিউড তারকা অক্ষয় কুমারের। সম্প্রতি রুস্তম ছবির সফলতা তাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। শুধু তাই নয়, এ মুহূর্তে বলি সিনেমায় অভিনয়ের জন্য যে পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন তাতে খানদের ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা। রুস্তম-এর সাফল্যের  পর এরই মধ্যে ‘জলি এলএলবি ২’-এর কাজ শুরু করেছেন অক্ষয়। শোনা যাচ্ছে, এ ছবির জন্য প্রতিদিন এক কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। শুধু তাই নয়, সুভাস কাপুর পরিচালিত ছবিটির জন্য নাকি ৫০ দিন টানা শুটিং করবেন অক্ষয়। তার মানে প্রতিদিন এক কোটি রুপি যদি হয় তাহলে পুরো কাজটি শেষে তিনি পাচ্ছেন ৫০ কোটি রুটি। বিষয়টি জানাজানি হতেই বলি মহলে চলছে নানা গুঞ্জন। বলি ইন্ডাস্ট্রির ইতিহাসে পারিশ্রমিকের অঙ্ক দিয়ে অক্ষয় একটা আলাদা রেকর্ড তৈরি করতে চলেছেন বলেই মনে করছেন অনেকে। চলতি বছরে একের পর এক হিট ছবির নায়ক তিনি। ‘এয়ারলিফ্ট’, ‘হাউসফুল থ্রি’ এবং ‘রুস্তম’ তিনটি ছবিতেই দারুণ সফলতা পেয়েছেন অক্ষয়। -ডেস্ক