(দিনাজপুর২৪.কম) চলতি বছরের জন্য ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার খেলোয়াড় ১০ থেকে বৃদ্ধি করে ১৭ জন করা হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) হোম অব ক্রিকেটে বোর্ডের সভা শেষে এমনটিই জানিয়েছেন,বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, নতুন তালিকায় এসেছে কিছুটা পরিবর্তন। গতবারের চারটি ক্যাটাগরি এ প্লাস, এ, বি এবং সি ক্যাটাগরি থেকে বাদ দেয়া হয়েছে এ প্লাস ক্যাটাগরি। নতুন ক্যাটাগরিগুলো এ, বি এবং উদীয়মান বা রুকি ক্যাটাগরি। গতবছরের ১০ ক্রিকেটারের সঙ্গে যুক্ত হয়েছেন ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি এবং খালেদ আহমেদ।
বিসিবি প্রধান আরও জানান, বিসিবির নিজস্ব অর্থায়নে প্রায় সাড়ে ৩৭ একর জমির ওপর পূর্বাচলে নির্মিত হবে স্টেডিয়াম, অত্যাধুনিক সুবিধা সম্বলিত আন্তর্জাতিক এ ক্রিকেট স্টেডিয়াম। যার ধারণ ক্ষমতা হবে অন্তত ৫০ হাজার।
২০১৯ সালের জন্য নতুন চুক্তি অনুযায়ী ১৭ ক্রিকেটার হলেন
‘এ’ ক্যাটাগরি মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
‘বি’ক্যাটাগরি মুমিনুল হক, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।
রুকি ক্যাটাগরি আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান ও খালেদ আহমেদ। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.