(দিনাজপুর২৪.কম) দিনাজপুর শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পঞ্চম দিন বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম দিনের পরীক্ষায় ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৫৩৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির গড় হার ছিল শূন্য দশমিক ৩০ শতাংশ। দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল জানান, এসএসসি পরীক্ষার পঞ্চম দিনে ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষায় ১ লাখ ৭৭ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষায় ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওইদিনের পরীক্ষায় ৫৩৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে গাইবান্ধায় ১ জন, নীলফামারীতে ১০ জন, লালমনিরহাট ১ জন, দিনাজপুর ১ জন ও ঠাকুরগাঁয়ে ১ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ৮১ জন, গাইবান্ধায় ৫৯, নীলফামারীতে ৫৩, কুড়িগ্রামে ৭৯, লালমনিরহাটে ৪৪, দিনাজপুরে ১১৪, ঠাকুরগাঁয়ে ৫৯ জন ও পঞ্চগড় জেলায় ৪৭ জন। উল্লেখ্য, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৬২৫টি স্কুল হতে ১ লাখ ৯৬ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৮৫ জন ও ছাত্রী ৯৫ হাজার ৬৪১ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৬২ হাজার ৬০৬, অনিয়মিত ৩৩ হাজার ৭২৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩৯২ জন।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.