(দিনাজপুর২৪.কম) মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড় গড়লো বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৫০৮ রানে থামে টাইগারদের প্রথম ইনিংস। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে তৃতীয় সেশনে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মাহমুদুল্লাহ (১৩৬)। ১৫৪তম ওভারের শেষ বলে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হন তিনি। মাহমুদুল্লাহর ২৪২ বলের ইনিংসে ছিল ১০টি চারের মার। টেস্টে তার আগের সর্বোচ্চ ইনিংস ১১৫। ব্যক্তিগত ১২ রানে অপরাজিত থাকেন নাঈম ইসলাম। নবম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ। দলীয় ৪৭২ রানের মাথায় ক্রেইগ ব্রাথওয়েটের স্পিনে শেন ডউরিচের গ্লাভসে আটকা পড়েন তাইজুল (২৬)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানা দ্বিতীয় সেঞ্চুরি পান মাহমুদুল্লাহ। চলতি মাসেই মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সমতা ফেরানো দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে পাঁচশ’ ছাড়ানো সংগ্রহে নিয়ে গেলেন তিনি। দ্বিতীয় সেশনে দলীয় সংগ্রহ ছিল ১৪৩ ওভারে ৪৭১/৮। ১৪০তম ওভারে রোস্টন চেজকে পয়েন্ট অঞ্চল দিয়ে চার মেরে তৃতীয় টেস্ট শতক পূর্ণ করেন মাহমুদুল্লাহ। ২০৩ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। ২৫৯/৫ সংগ্রহ নিয়ে আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের সপ্তম ওভারে দলীয় ৩০১ রানে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ জুটি ভাঙে। সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থাকতে কেমার রোচের বলে শাই হোপের তালুবন্দি হন সাকিব (৮০)। দুইজনের ষষ্ঠ উইকেট জুটিতে আসে ১১১ রান। এরপর লিটন দাসকে নিয়ে সপ্তম উইকেটে আরও ৯২ রান যোগ করেন মাহমুদুল্লাহ। ১১৫ ওভারে ৩৮৭/৬ সংগ্রহ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। অর্ধশতক করে আউট হন হঠাৎ টেস্ট দলে ডাক পাওয়া লিটন (৫৪)। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে ক্রেইগ ব্রাথওয়েটের স্পিনে বোল্ড হন তিনি। মেহেদি হাসান মিরাজ (১৮) বেশিক্ষণ টিকতে পারেননি। ১২৪তম ওভারে তাকে শ্যান ডউরিচের ক্যাচবন্দি করেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকন। দলীয় ৪১৬ রানে মিরাজের বিদায়ে মাহুমুদুল্লাহকে যোগ্য সঙ্গ দেন তাইজুল। গতকাল দুর্দান্ত ব্যাটিংয়ে নজর কাড়েন অভিষিক্ত সাদমান ইসলাম। সেঞ্চুরি মিস হলেও ১৯৯ বলে ৭৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলে নির্বাচকদের আস্থার প্রতিদান দেন এই তরুণ বাঁহাতি ওপেনার। সৌম্য সরকার ১৯, মুমিনুল হক ২৯, মোহাম্মদ মিঠুন ২৯, মুশফিকুর রহিম ১৪ রান করে আউট হন। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.