(দিনাজপুর২৪.কম) ঢাকার মহাখালীতে রাকিব (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতের নাম রাকিব হাসান (২৭)। তিনি ১৯ নং ওয়ার্ড (বনানী) ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বাড়ি বরিশাল জেলায়। নিহতের পিতার নাম আলতাফ হোসেন। এ ঘটনায় নুরুল ইসলাম নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সিএনজিচালক নাসির নামে এক যুবক রাকিবকে উদ্ধার করে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টায় মৃত ঘোষণা করেন।
নাসির আরো জানান, নিহত রাকিব মহাখালীর ১৯ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি। মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের পিছনে তাদের বাসা। ওই কলোনি এলাকায় কে বা কারা তাকে কুপিয়েছে সে বলতে পারে না পরে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনানী থানার ওসি (অপরেশনস) সায়হান ওলি উল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে আছে, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.