(দিনাজপুর২৪.কম) সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে ১৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বৃহস্পতিবার (২২নভেম্বর) রাত আড়াইটার দিকে চট্টগ্রামের চট্টেশ্বরী রোডে এক আত্মীয়র বাড়ি থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। প্রতিমন্ত্রী মিলনের আত্মীয় ও গৃহকর্তা শাহ আলম বলেন, চাঁদপুর থেকে দুবারের নির্বাচিত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন তাঁর আত্মীয়। গত ১৩ নভেম্বর তিনি এ বাসায় আসেন। বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল মিলনকে মাইক্রোবাসে উঠিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়। সম্প্রতি বিদেশ থেকে ফিরে মিলন আদালতে আত্মসমর্পণের জন্য নিজ এলাকায় যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান শাহ আলম। গৃহকর্ত্রী সায়েকা আলম গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঘুমিয়েছিলাম, দরজা নক করছিল। দরজা খোলার পর দেখলাম, অনেক মানুষ এবং পুলিশের পোশাক পরা অবস্থায় একজনকে দেখেছি। আমি তাদের জিজ্ঞেস করলাম, কোথায় নিয়ে যাচ্ছেন? উনারা বলল যে চাঁদপুর নিয়ে যাচ্ছি। সঙ্গে আমার হাজব্যান্ডও গেছেন।’ সায়েকা আলম আরো বলেন, ‘আসলে উনি ১৩ তারিখে এখানে এসেছেন। চাঁদপুরে বিভিন্ন বাধার কারণে তিনি যেতে পারেননি। উনাকে অ্যারেস্ট করতে চাচ্ছিল, সে জন্য উনি এখানেই ছিলেন।’ চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শুক্রবার দুপুরে মিলনকে চাঁদপুরের আদালতে হাজির করা হবে। বর্তমানে মিলন চাঁদপুরে পুলিশ হেফাজতে আছেন। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.