জুলফিকর রায়হান (দিনাজপুর২৪.কম) জাতীয় পার্টির দিকে দেশের জনগন চেয়ে আছে উল্লেখ করে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত্ বলেন ‘আমরা আলোকিত মানুষ গড়ার রাজনীতিতে বিশ্বাসী’। তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই জাপা প্রার্থীকে জয়ী করাতে এখনই কাজ শুরু করতে হবে। ‘সন্ত্রাস ও জঙ্গিমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করতে হলে জাতীয় পার্টিকেই সমর্থন দিতে হবে’ মন্তব্য করে তিনি বলেন, জাপার শাসনামলে দক্ষিন-পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে খুলনায় বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছিল। পর্যায়ক্রমে পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে বিকেএসপি প্রতিষ্ঠা সহ দেশের সব এলাকায় উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছিলেন। আবারও জাতীয় পার্টি ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে উল্লেখ করে তিনি বলেনÑ এখন মানুষ পরিবর্তন চায়। এদেশের মানুষ এরশাদকে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সৈয়দ দীদার বখত শনিবার সাতক্ষীরা জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা ছাত্র সমাজের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাপা সভাপতি শেখ আজহার হোসেন, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশু, জাপা নেতা আনোয়ার জাহিদ তপন, মো. মাহবুবুর রহমান, এস.এম. নজরুল ইসলাম, এসএম আলাউদ্দিন, মো. কামরুজ্জামান সাগর, মো. আজাদ হোসেন টুটুল, মো. মশিউর রহমান ও মো. আব্দুল্লাহেল আলীম বাবু। জেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক আকরামুল ইসলাম’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে জেলা যুব সংহতি নেতা আবু তাহের, ছাত্র সমাজ নেতা আবুল কালাম আজাদ সুজন, জুলফিকার রায়হান, মো. রোকনুজ্জামান সুমন, গোলাম মাওলা রনি, আলম আল রাজী রাজ, হাসান আলি বাচ্চু ও আবু সাঈদ প্রমুখ বক্তৃতা করেন। গভায় সৈয়দ দীদার বখত্ বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় এলে ছাত্রদের কল্যাণের জন্য সাতক্ষীরায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। ছাত্র সমাজের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মুহুর্ত থেকে সকল ছাত্র নেতাদের মাঠে নামতে হবে। জাতীয় পার্টির সকল প্রার্থীর পক্ষে গনজোয়ার সৃষ্টিতে ছাত্র সমাজের নেতা-কর্মীদের জোরালো ভূমিকা রাখার নির্দেশ দেনÑ সৈয়দ দিদার বখত্।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.