এম. আর. মিজান (দিনাজপুর২৪.কম) তরুণ প্রজন্মকে নেশার ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। সীমান্তবর্তী জেলা হিসেবে দিনাজপুরে নেশার আসক্তি কিছুটা বেশী। সেজন্য এখানে প্রচুর পরিমাণে খেলার আয়োজন করতে হবে। খেলায় অংশগ্রহণ বাড়াতে আনতে হবে বৈচিত্র। পুরস্কারের আনতে হবে নতুনত্ব। আমরা সে প্রচেষ্টার অংশ হিসেবে আজকের টুর্ণামেন্ট আয়োজন করেছি। আগামীতে সকলের সহযোগিতায় এ টুর্ণামেন্ট ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আমরা আশাবাদী। তরুণ প্রজন্ম রক্ষার এ ক্রীড়া প্রতিযোগিতা সকলকে অনুপ্রাণিত করবে। ২১ অক্টোবর রোববার দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী স্বপ্ন সারথী ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন। স্বপ্ন সারথী সমাজ কল্যান ও সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৩নং ফাজিলপুর ইউপির কৃতি সন্তান মোঃ সাইদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, ৩নং ফাজিলপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম বসাক, ইউপি সদস্য ফজলুর রহমান, আমিনুল ইসলাম, মহারাজপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অভিজিৎ বসাক, স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান, মহারাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কোষাধ্যক্ষ মোঃ রুস্তম আলী প্রমূখ। টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো যথাক্রমে মহারাজপুর, নশিপুর, বৈরচুনা, রাণীবন্দর, চিরিরবন্দর, মাধবপুর, মহারাজপুর জুনিয়র ও ঘন্টাঘর। ফাইনালে চিরিরবন্দর ও রাণীরবন্দর দল তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে চিরিরবন্দর দল চ্যাম্পিয়ন হয়। ব্যাতিক্রমধর্মী পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি গরু এবং রানার আপ দলকে একটি ছাগল প্রদান করা হয়। এলাকাবাসী এ আয়োজনে ব্যাপক আনন্দ লাভ করেন এবং তারা প্রতি বছর এ টুর্ণামেন্টের আয়োজন করতে আয়োজকদের প্রতি আহবান জানান।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.