গোলাম মোস্তফা রাঙ্গা (দিনাজপুর২৪.কম) কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র উদ্দ্যেগে পিআরএল-এ গমনকারী কর্মকর্তা ও অন্যত্র বদলীকৃত কর্মকর্তাদের বিদায় অনুষ্ঠান ০১ অক্টোবর সোমবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সদর উপজেলা হতে পিআরএল গমনকারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মন ও রাজিবপুর উপজেলা হতে বদলীকৃত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল হামিদ এবং নাগেশ্বরী উপজেলা হতে বদলীকৃত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়কে বিদায়ী স্মারক হিসেবে ক্রেস ও উপহার সামগ্রী প্রদান করেন কুড়িগ্রাম জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উলিপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, রাজারহাটের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, কুড়িগ্রাম সদরের উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, ভুরুঙ্গমারীর উপজেলা প্রশিক্ষিকা হরিদাশী, চিলমারীর উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ সাজেদা খাতুন, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, নাগেশ্বরীর উপজেলা প্রশিক্ষিকা জেসমিন নাহার, রৌমারীর উপজেলা প্রশিক্ষিকা নুরজাহান, রাজিবপুরের উপজেলা প্রশিক্ষক ছত্রকুমার, ফুলবাড়ীর উপজেলা প্রশিক্ষক মোমিনুল ্, ব্যাটালিয়ন আনসার মোঃ সাজেদুর রহমান, মহিলা আনসার আবু হেনা সিদ্দিকা ও নিরাপত্তা প্রহরী তাছির উদ্দিনসহ আরো অনেকেই।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.