কাশী কুমার দাস (দিনাজপুর২৪.কম) এফপিএবি জাতীয় কার্যনির্বাহী পরিষদের অবৈতনিক মহাসচিব ও অবৈতনিক সহকারী মহাসচিব দিনাজপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সদস্য ও জাতীয় কাউন্সিলরদের সাথে মত বিনিময় করেছেন। এফপিএবি দিনাজপুর জেলা শাখার এ্যাডভোকেট এম ফয়জুল মিলনায়তনে জেলা শাখার সভাপতি প্রকৌঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপিএবি জাতীয় কার্যনির্বাহী কমিটির অবৈতনিক মহাসচিব মিজানুর রহমান খান লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফপিএবি অবৈতনিক সহকারী মহাসচিব একেএম খায়রুল হাসান সুজন ও ওটি কনসালটেন্ট ফসিউর রহমান। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুস সামাদ, জাতীয় কাউন্সিলর আতাউর রহমান আজাদ বাবলু, অবৈতনিক কোষাধ্যক্ষ শাহ্ ইয়াজদান মার্শাল, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম আমিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অবৈতনিক সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল করিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এফপিএবি দিনাজপুর শাখার জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান। প্রধান অতিথি মত বিনিময় কালে সদস্যদের বলেন, আগামী মাসেই শুরু হবে দিনাজপুর এফপিএবতে একটি অত্যাধুনিক ক্লিনিক। সেখানে সকল প্রকার আধুনিক যন্ত্রপাতি থাকবে। মা-শিশুর সুচিকিৎসায় এই ক্লিনিক যথেষ্ঠ অবদান রাখবে। আমার বিশ্বাস এফপিএবি দিনাজপুর শাখা সারা বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী শাখা হিসেবে পরিচিতি লাভ করবে।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.