(দিনাজপুর২৪.কম) রাজধানীর কলেজগেট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বহনকারী গাড়িতে পেছন থেকে ধাক্কা দেওয়ার অভিযোগে করা মামলায় নিউভিশন পরিবহনের বাসচালক ও তার সহকারীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১১ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষে ইকবাল হোসেন রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাদের এ রিমান্ডের মঞ্জুর করেন।
যাদেরকে রিমান্ডে পাঠানো হলো তারা হলেন- নিউভিশন পরিবহনের বাসচালক মানিক মিয়া ও সহকারী ইব্রাহীম খলিল ইমন।
রিমান্ড আবেদনে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখে বের হয়ে আসেন। এ সময় বাসটি পেছন থেকে তাকে বহনকারী গাড়িকে ধাক্কা দেয়। তবে এতে মন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তার প্রকৃত কারণ জানার এবং জন্য এ রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখে বের হয়ে যাওয়ার সময় পেছন থেকে নিউভিশন পরিবহনের একটি বাস স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী গাড়িকে ধাক্কা দেয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতেই ছিলেন। তবে তার কোনো ক্ষতি হয়নি। ওই বাসটি চালাচ্ছিলেন চালকের সহকারী। তার ড্রাইভিং লাইসেন্স ছিল না। পরে ওই বাস এবং চালক ও সহকারীকে আটক করে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.