(দিনাজপুর২৪.কম) আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৮ উপলক্ষে ১০ আগষ্ট শুক্রবার উত্তরবঙ্গ আদিবাসী জন-সংগঠন, দিনাজপুর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি যথাযথ ভাবে পালন করে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় দিনাজপুর বড়মাঠ কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালী শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী প্রদক্ষিণ শেষে দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়াম হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আদিবাসী দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক মি. লরেন্স বেক্ এর সভাপত্বি প্রধান আলোচকের বক্তব্য রাখে মি. লুকাশ কিসপট্টা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পিএলএ-নেট এর সভাপতি মোঃ শাহ্্-ই-মবিন জিন্নাহ্, কসবা ক্যাথিড্রাল প্যারিস এর পাল পুরোহিত ফাদার সিলাস কুজুর, সুশিলা টুডু, প্রভাতী মার্ডী প্রমুখ। আলোচনা সভা শেষে উত্তরবঙ্গ আদিবাসী জন-সংগঠন দিনাজপুরের সদস্যদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা তাদের এই দিবসটিকে যথাযথভাবে পালনের লক্ষে এবং “আদিবাসী জাতিসমূহের দেশান্তর ও প্রতিরোধের সংগ্রাম” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আদিবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া ও আদিবাসীদের বিভিন্ন কার্যক্রম পরিচালনার উপর দিক নির্দেশনামূলক বক্তব্য উত্থাপন করেন। সেই সাথে বলেন আমরা আদিবাসীদের দাবি দাওয়া সরকারের কাছে উত্থাপন করে আসছে। কিন্তু আমাদের এ সকল দাবি দাওয়া অদ্যবধি পর্যন্ত পুরণ হয়নি। বর্তমানে আদিবাসী বিভিন্ন স্তরে শিক্ষা থেকে শুরু করে দেশ পরিচালনা সরকারি দপ্তর পরিচালনার কাজেও সহায়তা করে আসছে। আমরা আদিবাসীরা কোন অংশে পিছিয়ে নেই। তাই আমাদেরকে যাতে কখনই ভিন্ন চোখে না দেখা হয় সরকারের কাছে এটাই আমাদের চাওয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উত্তরবঙ্গ জন-সংগঠন এর সচিব সালভাতর পাউরিয়া।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.