(দিনাজপুর২৪.কম) ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে চেলসি। হার্ডাসফিল্ডের বিরুদ্ধে ৩-০ গোলের জয় পেয়েছে ক্লাবটি। অভিষেক ম্যাচেই গোলের দেখা পেলেন ব্রাজিলের মিডফিল্ডার জর্জিনহো। প্রথমার্ধেই দু’টি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে চেলসি। গোলের দেখা পেয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতে ফেরা এন’গোলো কান্তে। প্রথমার্ধের ৩৪তম মিনিটে চেলসির হয়ে প্রথম গোলটি করেন কান্তে। তবে বাঁ-দিক থেকে উইলিয়ানের ক্রস থেকে নেওয়া শট গোলে রাখতে পারেননি ফরাসি ডিফেন্ডার। ভাগ্যের সহায়তায় বল এক ড্রপে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়। চার মিনিট পরই সমতায় ফেরার সুযোগ ছিল হার্ডাসফিল্ডের কাছে। সহজ সুযোগ হাতছাড়া করেন মোউনিয়ে, তার নেওয়া হেড গোলপোস্টে গিয়ে লাগে। ৪৫তম মিনিটে বিদ্যুৎগতির স্পট কিকে চেলসির ব্যবধান দ্বিগুণ করেন ক্লাবে সদ্য যোগ দেওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার জর্জিনহো। আলোনসো ডি-বক্সে ফাউলের হলে পেনাল্টি পায় চেলসি। সেই সুযোগকে কাজে লাগিয়ে গোল করেন তিনি।
এরপর ৮০ মিনিটে চেলসির হয়ে শেষ গোলটি করেন পেদ্রো। আর তাতেই সহজ জয় তুলে নেয় ইংলিশ জায়ান্টরা। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.