(দিনাজপুর২৪.কম) বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে বিশ্রাম পেয়েছেন ক্রিস গেইল। সেইন্ট কিটসে আগামীকাল সকাল সাড়ে ৬টায় প্রথম ম্যাচ শুরু হবে। হেরে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৪২ রান করেন গেইল। এর মধ্যে রয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে ৭৩ রানের ইনিংস। চোটের কারণে শেষ দুইটি ওয়ানডে মিস করা আন্দ্রে রাসেল ফিরেছেন। ১৩ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন শাডউইক ওয়াল্টন ও শেলডন কটরেল।
চোটের কারণে ওয়ানডেতে না থাকলেও সংক্ষিপ্ত সংস্করণে ফিরছেন অভিজ্ঞ মারলন স্যামুয়েলস। এই সিরিজ দিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা নেবে টাইগাররা। শেষ দুইটি ম্যাচ হবে ফ্লোরিডায়।
ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, রোভমান পাওয়েল, আন্দ্রে রাসেল, শাডউইক ওয়ালটন (উইকেটরক্ষক), দিনেশ রামদিন (উইকেটরক্ষক), অ্যাশলে নার্স, স্যাময়েল বদ্রি, শেলডন কটরেল, কিমো পল, কেসরিক উইলিয়ামস। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.