(দিনাজপুর২৪.কম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে সচিবালয়ে গিয়ে ওবায়দুল কাদেরের অফিসে সাক্ষাৎ করেন তিনি।
জানা যায়, কাদের সিদ্দিকী বিকালে সচিবালয়ে যান এবং ওবায়দুল কাদেরের সঙ্গে ৩০ মিনিটের মতো বৈঠক করেন।
এরপর বিকাল ৪টার দিকে একই স্থানে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বিএনপির সাবেক মন্ত্রী ও নতুন রাজনৈতিক জোট-বিএনএ এর সভাপতি নাজমুল হুদা।
বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের।
তিনি বলেন, মন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা পৃথক সাক্ষাৎ করেছেন। তবে সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানিনা।
তবে এ বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের, কাদের সিদ্দিকী বা নাজমুল হুদা কেউই গণমাধ্যমকে কিছু জানাননি।
তবে ধারণা করা হচ্ছে আগামী নির্বাচন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট-মহাজোট সম্প্রসারণ বিষয়ে নেতাদের মধ্যে আলোচনা হয়েছে।-ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.