(দিনাজপুর২৪.কম) টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর একরামুল হকের এনকাউন্টারে মৃত্যুবরণ প্রসঙ্গে রিজভীর বক্তব্য মায়ের চেয়ে মাসীর দরদ বেশী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সোমবার শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও মিথ্যাচার শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যারা জীবন্ত মানুষের গায়ে পেট্টোল ঢেলে দিয়ে মধ্যযুগীয় কায়দায় হত্যা করে উল্লাশ করেছে, তাদের বিরুদ্ধে যখন সরকার ব্যাবস্থা গ্রহণ করেছে তখন তারা প্রচন্ড উদ্ভিগ্ন হয়েছিল। আজকেও যখন মাদকের বিরুদ্ধে অভিযান চলছে তখনও তারা প্রচন্ড উদ্ভিগ্ন। অর্থাৎ এরা কারা? এরা জঙ্গিদের পৃষ্ঠপোষক আর মাদক এবং মাদকাসক্তের পৃষ্ঠপোষক। অতীতে তাদের বিএনপির ভূমিকা ছিল জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করা আর এখন নতুনভাবে মাদকাসক্ত এবং মাদকের ডিলারদের পৃষ্ঠপোষক হিসেবে আবির্ভূত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যার্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিকভাবে ব্যার্থ হয়ে স্বাধীনতার বিরুদ্ধচারীরা বঙ্গবন্ধুকে হত্যার পথ বেঁছে নিয়েছিল। আজকেও খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এবং অন্যান্যরা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ ঘটেছে গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর বক্তব্যে। আয়োজক সংগঠনের অন্যতম প্রতিষ্টাতা যুগ্ম আহ্বায়ক মোবারক আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেনÑ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা শাহ আলম, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.