(দিনাজপুর২৪.কম) পঞ্চগড় শহর থেকে ডিবি পুলিশ কাজল শেখ মাজু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর ‘হার্ট অ্যাটাকে’ তার মৃত্যু হয়েছে। শনিবার(০৩ জুন) রাত ১২টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তিনি মারা যান।মাজু জেলা পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকার হযরত আলীর ছেলে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বানিয়াপাড়া এলাকায় এক পুড়িয়া গাঁজাসহ মাজুকে আটক করে ডিবি পুলিশ। তাকে ভ্রাম্যমাণ আদালতে নেয়ার সময় আতঙ্কে সে অসুস্থ হয়ে পরে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক জিল্লুর রহমান বলেন, ‘রোগীকে আনার পর তিনি প্রথমে হাতে ব্যথার কথা জানায়। তিনি নিজেই গ্যাস ও ব্যথানাশক ট্যাবলেটের কথা বলেন। রাত ১২টার দিকে তাকে ভর্তি করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়। এক পর্যায়ে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে ৫ মিনিটের মধ্যে রোগী মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হার্ট অ্যাটাক জনিত মৃত্যু।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় বলেন, ‘ডিবি পুলিশের একটি দল শহরের বানিয়াপাড়া এলাকা থেকে গাঁজাসহ মাজুকে আটক করে। তাকে অন্য আটক ব্যক্তিদের সঙ্গে ভ্রাম্যমাণ আদালতে নেয়ার প্রস্তুতি চলছিল। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.