(দিনাজপুর২৪.কম) আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে এ হারের দিনে বিরল এক রেকর্ড গড়লেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট ও ১০ হাজার রানের ‘ডাবল’ মাইলফলক স্পর্শ করলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এর আগে জ্যাক ক্যালিস ও শহীদ আফ্রিদিই কেবল এই মাইলফলক স্পর্শ করতে পেরেছিলেন। এদিন ভারতের দেরাদুনের রাজীব গান্ধী ক্রিকেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরানকে আউট করে আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০০তম উইকেট পূর্ণ করেন ৩১ বছর বয়সী সাকিব। আর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে সাকিবের দশ হাজার রান আগেই পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত ৩০২ ম্যাচ খেলেছেন তিনি। তার রান ১০ হাজার ১০২ (টেস্ট ৩৫৯৪, ওয়ানডে ৫২৪৩ ও টি-টোয়েন্টি ১২৬৫)। আর উইকেট ৫০০ টি (টেস্ট ১৮৮, ওয়ানডে ২৩৫, টি-টোয়েন্টি ৭৭)। এখন পর্যন্ত শুধুমাত্র পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের এই ডাবল মাইলফলক ছোঁয়ার রেকর্ড রয়েছে। তবে এ রেকর্ড গড়তে তাদের দুজনেরই ৫০০ এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হয়েছে। অন্যদিকে ৩০২তম ম্যাচেই সাকিব ছুঁয়ে ফেলেছেন এই রেকর্ড। ম্যাচের হিসেবে যা দ্রুততম। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.