(দিনাজপুর২৪.কম) দিনাজপুরে মাদক ব্যবসায়ীদের মধ্যকার কথিত বন্ধুকযুদ্ধে আব্দুর রাজ্জাক (৩০) নামে একজন শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার আনুমানিক ভোর ৩টার দিকে দিনাজপুরের সদর উপজেলার দক্ষিণ কোতয়ালী’র ৯ নং আস্করপুর ইউপি’র কুসুমদী আদর্শ বিদ্যালয় মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুটারগন পিস্তল, ১’শ বোতল ফেন্সিডিল ও একটি ক্রিস উদ্ধার করেছে পুলিশ। নিহত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতয়ালী’র ১০ নং কমলপুর ইউপি’র দাইনুর কঞ্চকুড়ি গ্রামের মৃত কমির উদ্দিনের ছেলে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাজেদুর রহমান জুয়েল। দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্ধুকযুদ্ধে এ ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধারের পর দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নিহত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। অপরদিকে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গতকাল মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত মাদকসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ।।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.