(দিনাজপুর২৪.কম) বুধবার রাতে পাবনার ঈশ্বরদীতে মাদকব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।এ ঘটনায় মাদক ব্যবসায়ী হাতবোমার আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশ গুলি ছুড়লে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাত দেড়টায় ঈশ্বরদী তুতফার্মের পাশের রাস্তায় দীপু সরদারের পরিত্যাক্ত গোডাউনের সামনে এই ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতরা হলেন- পুলিশ কনস্টেবল মিজানুর, মুশিহাব ও রকিব। তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈশ্বরদীতে মাদকব্যবসায়ীদের ছোড়া ককটেলের বিপরীতে গুলি চালালে চিহ্নিত মাদক ব্যবসায়ী দুলাল গুলিবিদ্ধ হয়। এসময় ককটেলের স্প্লিন্টারের আঘাতে তিন পুলিশ সদস্য হন। ঘটনাস্থল থেকে পুলিশ দুই শতাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক আরও জানান, গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী দুলাল হোসেন জয় ওরফে মুচি দুলাল অর্ধ ডজনের অধিক মামলার আসামি। এসময় তার কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. আজিমউদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ফোর্সসহ ওই এলাকায় অপেক্ষা করতে থাকেন। রাত প্রায় দেড়টার দিকে তিনজনকে হেঁটে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করলে তারা হঠাৎ ককটেল নিক্ষেপ করে দৌড়ে পালাতে চেষ্টা করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থল থেকে ইয়াবাসহ মুচি দুলালকে গ্রেপ্তার করে ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.