(দিনাজপুর২৪.কম) বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুর জেলা বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, টিআরসেল নিক্ষেপ করেছে। ২ সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। সাংবাদিক দুজন হচ্ছে, কালের কন্ঠ ফরিদপুর প্রতিনিধি নির্মলেন্দু চক্রবর্তী শংকর ও নয়াদিগন্ত প্রতিনিধি হারুন আনসারী রুদ্র। সমাবেশ স্থল থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইসা, জেলা স্বেচ্ছসেবক দলের আহবায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ আটক হয়েছে বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে ফরিদপুর শহরের সুপার মার্কেটের সামনে মুজিব সড়কে। সমাবেশ স্থলে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ রিংকু উপস্থিত ছিলেন। সমাবেশে পুলিশের লাঠিপেটায় সমাবেশটি ছত্রভঙ্গ হয়ে গেলে সামা ওবায়েদ রিংকু একটি দোকানে অবস্থান নেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা কেন্দ্রীয় বিএনপির কর্মসুচীর আংশ হিসাবে ফরিদপুরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে পুলিশ হঠাৎ করে আমাদের উপর লাঠিচার্জ ও টিআর শেল নিক্ষেপ করে।
এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় আমাদের অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। আমি এর নিন্দা জানাই। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.