(দিনাজপুর২৪.কম) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ আদেশ দেন। উক্ত মামলায় আরও ১৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- রমিজ আলী, তরিরক উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মান্নান, বাচ্চু মিয়া, আব্দুস সালাম, ইউসুফ উল্লাহ, আব্দুল মতলিব, আব্দুল হান্নান ও নসিম উল্লাহ। মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৯শে অক্টোবর মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। পথে আসামিরা তাকে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে হারুন মিয়া বাদি হয়ে ওই দিনই ২৭ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। ২৬ জন সাক্ষির মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার বিচারক ১০ জনের ফাঁসির আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক জানান, মামলায় ২৭ জনের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। কিন্তু এর মাঝে ৩ জন মারা যান, ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। আর ১০ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.